এখন খুব সহজেই আপনার ইউনিয়ন কত গুলা ভোটার আছে তাদের সকল এর ভোটার তালিকা ডাউনলোড করে নিন। এবং গ্রাম, ওয়াড, মহল্লা, পুরুষ ও মহিলা বেধ আলাদা আলাদা ভাবে তালিকা পাবেন।
যদি আপনার ইউনিয়ন পরিষদ এর অনলাইন এ ভোটার তালিকা আপলোড করা থাকে তো তা হলে ভোটার তালিকা ডাউনলোড করতে পারবেন।
তো প্রথমে এখানে ক্লিক করুন!
তার পর বিভাগ এ ক্লিক করুন।
আপনার কোন বিভাগ তা সিলেষ্ট করেন।
এখানে ক্লিক করে জেলা সিলেষ্ট করেন।
এখানে ক্লিক করে উপজেলা সিলেষ্ট করেন।
এখানে ক্লিক করে ইউনিয়ন পরিষদ সিলেষ্ট করেন।
এখন ইউনিয়ন পরিষদ এ ক্লিক করুন।
তার পর দেখতে পাবেন ভোটার লিস্ট তাতে ক্লিক করুন।
তার পর ইউনিয়ন পরিষদ বা আপনার এলাকার সকল ভোটারদের ভোটার তালিকার PDF ফাইল পাবেন।