ব্যাংক লোন এখন আপনার হাতের মুঠোয়! কারণ, সিটি ব্যাংক নিয়ে এলো বিকাশ গ্রাহকদের জন্য কোনো কাগজপত্র ছাড়া মুহূর্তেই লোন নেওয়ার সুবিধা।
৩ মাস মেয়াদী লোন নিতে পারবেন ৫০০ টাকা থেকে ২০,০০০ টাকা পর্যন্ত এই লোন এর টাকা বিকাশ একাউন্টে এ জমা হবে, বিকাশ একাউন্ট থেকে গ্রাহক এই লোনের টাকা উত্তোলন করতে পারবেন। একজন গ্রাহক একবারে একটি লোনই নিতে পারবেন। বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনা অনুযায়ী লোন এমাউন্টের উপর বাৎসরিক ৯% ইন্টারেস্ট রেট প্রযোজ্য হবে।
- আবেদন করার সাথে সাথেই লোন পাবেন
- ৩ মাস মেয়াদী লোন
- কোনো ব্যাংক একাউন্ট বা জামানত লাগবে না
- কোন কাগজ-পত্র লাগবে না
- একাউন্ট ব্যালেন্স থেকেই অটো-কিস্তি পরিশোধের সুবিধা
- ব্যাংক-এর কোন প্রসেসিং ফি নেই
কি ভাবে বিকাশ একাউন্ট এর মাধ্যমে সিটি ব্যাংক থেকে লোন নিবেন দেখে নিন।
লোন পরিশোধের করবেন কি ভাবে জেনে নিন।
লোন অ্যাপ্লাই করার সময় ও লোন পাওয়ার পর ড্যাশবোর্ড-এ গ্রাহক লোন কিস্তির পরিমাণ ও পরিশোধের তারিখ দেখতে পাবেন
গ্রাহক চাইলে লোন পরিশোধের নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ অটো ডেবিট হিসেবে কেটে নেয়া হবে। অথবা, গ্রাহক চাইলে নির্দিষ্ট দিনের আগে নিজেই লোনের অর্থ পরিশোধ করতে পারেন, যার ফলে ইন্টারেস্টের খরচ কমে আসার সুবিধা পেতে পারেন।
নির্দিষ্ট তারিখে গ্রাহকের বিকাশ একাউন্টে যথাযথ পরিমাণ অর্থ না থাকলে এবং নির্দিষ্ট দিনের আগেই লোনের অর্থ গ্রাহক কর্তৃক পরিশোধ না করা হলে, সেক্ষেত্রে বিলম্ব ফি প্রযোজ্য হবে।
বিলম্ব ফি’র হার লোনের পরিমাণের উপর বাৎসরিক ২%।
কিছু নির্দিষ্ট বিকাশ গ্রাহকরা এই লোন সুবিধাটি পাবেন.! আস্তে আস্তে সকল বিকাশ গ্রাহকদের জন্য চালু করে দিয়া হবে.!