হিসাবের বিধানসমূহ সম্পর্কে সংক্ষেপে টীকা লিখুন।

হিসাবের বিধানসমূহ সম্পর্কে সংক্ষেপে টীকা লিখুন। (Write short notes on accounting regulations.)

হিসাবের বিধান বলতে আমরা বুঝি যে আইন, নীতি বা ধারণা, পদ্ধতি মান, প্রথা প্রভৃতি দ্বারা হিসাব নিয়ন্ত্রিত হয়ে থাকে। সাধারণত হিসাবরক্ষণ, হিসাব প্রতিবেদন প্রস্তুত এবং উপস্থাপনের ক্ষেত্রে নিয়ন্ত্রণের ভূমিকা পালন করে দুই তরফা দাখিলা পদ্ধতি, হিসাববিজ্ঞানের প্রচলিত প্রথা, ধারণা নীতি এবং গৃহীত আন্তর্জাতিক হিসাবমান। প্রতিষ্ঠানভেদে কিছু আইন হিসাবরক্ষণের ক্ষেত্রে এবং আর্থিক প্রতিবেদন উপস্থাপনের ক্ষেত্রে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে।

১. এক মালিকানা কারবারের ক্ষেত্রে ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশ।

“আর পড়ুনঃ” আন্তর্জাতিক হিসাবমানের কী? JAIBB

২. অংশীদারি কারবারের ক্ষেত্রে ১৯৩২ সালের অংশীদারি আইন এবং ১৯৮৪ সালের কোম্পানি আইন।
যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে ১৯৯৪ সালের কোম্পানি আইন।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান বলতে কী বুঝেন? এগুলো বর্ণনা করুন। JAIBB

৪. বিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে আইন দ্বারা প্রতিষ্ঠানটি সৃষ্ট এবং ১৯৯৪ সালের কোম্পানি আইন।

৫. বীমা কোম্পানির ক্ষেত্রে ১৯৩৮ সালের বীমা আইন এবং ১৯৯৪ সালের কোম্পানি আইন।

৬. ব্যাংকিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইন।

Table of Contents

About Post Author

Related posts