দু’টি GAAP-এর বর্ণনা দিন যেগুলো হিসাবের সমন্বয় সাধনের সাথে জড়িত।

দু’টি GAAP-এর বর্ণনা দিন যেগুলো হিসাবের সমন্বয় সাধনের সাথে জড়িত (State two generally accepted accounting principles that relate to adjusting accounts.) IBDE

নিচে দুটি GAAP-এর বর্ণনা দেওয়া হলো:
১. ক্রয়মূল্য নীতি (Cost principles): এই নীতি অনুসারে ব্যবসা প্রতিষ্ঠান যে সমস্ত পণ্য, সেবা ও সম্পদ ক্রয় করে সেগুলো ক্রয়মূল্যে হিসাবের বহিতে দেখাতে হয়।

উদাহরণ: এক খণ্ড জমি ৫০,০০০ টাকায় ক্রয় করা হলে তা হিসাবের বহিতে ৫০,০০০ টাকাই লিপিবদ্ধ করতে হবে। সমাপনী মদ পণ্যের মূল্য ১০,০০০ টাকা হলে এবং এর বাজার মূল্য ১২,০০০ টাকা হলে ঐ যথুন শণ্য হিসাবের বহিতে ১০,০০০ টাকাই লিপিবদ্ধ করতে হবে।

“আর পড়ুনঃ” GAAP বলতে কি বুঝায়? আর্থিক বিবরণী তৈরিতে ইহা কিভাবে প্রভাব বিস্তার করে?

২. আয়-ব্যয় সংযোগ নীতি (Matching of cost and revenue principles): নির্দিষ্ট সময়ে অর্জিত আয়কে ঐ সময়ের সংগঠিত ব্যয়ের বিপক্ষে লিপিবদ্ধকরণ করাই হচ্ছে আয়-ব্যয় সংযোগ নীতি। এ জন্য কোনো আর্থিক বছরে কোনো খরচ অগ্রিম প্রদান করা হলে অগ্রিম খরচ হতে বাস দিয়ে আয় বিবরণীতে দেখানো হয়। অনুরূপভাবে যেনো আর্থিক বছরে খরচ বকেয়া থাকলে তা খরচের সাথে যোগ করে আয় বিবরণীতে দেখানো হয়।

Table of Contents

About Post Author

Related posts