সংজ্ঞা দিন: (i) সম্পদ; (ii) দায়; (iii) ইক্যুইটি; (iv) মালিকানা স্বত্ত্ব (Define the terms (1) Assets; (ii) Liabilities; (iii) Equity and (iv) Owrer’s Equity.) BDE
সম্পদ (Asset): যে সমস্ত লেনদেনের ক্রিয়াকাল বা ফলাফল কারবারে একাধিক বা অনেক বছর ধরে থাকে তাকে সম্পদ বলা হয়। কারবার পরিচালনার জন্য দু’ধরনের সম্পদ কারবারে থাকে। এর মধ্যে একটি হলো স্থায়ী সম্পদ যেমন-জমি, যন্ত্রপাতি, দালান, আসবাবপত্র এবং অন্যটি হলো চলতি সম্পদ যেমন—প্রাপ্য নোট, মজুত পণ্য, কোনো লাভজনক খাতে বিনিয়োগ ইত্যাদি। এছাড়াও অস্পর্শনীয় সম্পত্তি আছে—যেমন সুনাম, কিছু অলীক সম্পত্তি আছে যেমন প্রাথমিক খরচ।
দায় (Liability): দায় বলতে মূলত বহির্দায়কে বুঝায়। কারবারের নিকট তৃতীয় পক্ষের দাবি বা অধিকারকে দায় বলা হয়। দীর্ঘমেয়াদি দায় যেমন ব্যাংক লোন, ঋণপত্র, প্রদেয় নোট। চলতি দায়-যেমন প্রদেয় বিল, প্রদেয় খরচ, ব্যাংক জমাতিরিক্ত ইত্যাদি।
“আর পড়ুনঃ” আই. এফ. আর. এস বলতে কী বুঝায়? এগুলো বর্তমান ব্যবসায়ে কিভাবে ব্যবহৃত হয়?
ইক্যুইটি (Equity): যৌথ মূলধনী কারবারের শেয়ারহোল্ডারদের পরিশোধিত অর্থকে ইক্যুইটি বলা হয়। যেমন- ১০০ টাকা মূল্যের ১০০০ শেয়ারের ৫০ টাকা পরিশোধিত হলে উহাকে ইক্যুইটি বলা হয়।
“আর পড়ুনঃ” হিসাব তথ্যের বিভিন্ন ধরনের ব্যবহারকারী কারা? JAIBB
মালিকানা স্বত্ত্ব (Owner’s equity): একমালিকানা কারবারের মালিকের মূলধনকেই মালিকানা স্বত্ব বলে। হিসাবকাল শেষে মালিকানা স্বত্ত্ব যেভাবে নির্ণয় করা হয় তা হলো
প্রারম্ভিক মূলধন + নিট লাভ + অতিরিক্ত মূলধন উত্তোলন। নিট-লাভ না হয়ে লোকসান হলে লোকসান বিয়োগ যাবে। –