হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? JAIBB

চারটি গুরুত্বপূর্ণ আভ্যন্তরীণ ব্যবস্থাপনা

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? JAIBB Differentiate between Book-keeping & Accounting? হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে

হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞান একই বিষয়ের দুটি ধাপ হলে এদের কার্যের ধরন, আওতা ও প্রায়োগিক কিছু বিষয়ে পার্থক্য পরিলক্ষিত হয়, যা নিম্নরূপ:

পার্থক্যের বিষয়হিসাবরক্ষণহিসাববিজ্ঞান
১. সংজ্ঞাঅর্থ বা অর্থে পরিমাপযোগ্য ঘটনাসমূহ বিশেষ পদ্ধতিতে লিপিবদ্ধ করার কৌশলকে হিসাবরক্ষণ বলে।

 

হিসাবের খাতায় লিখিত আর্থিক লেনদেনসমূহের সামগ্রিক ফলাফল নির্ণয় ও ব্যাখ্যা বিশ্লেষণ করাকে হিসাববিজ্ঞান বলে।
২. গুরুত্বএতে হিসাবরক্ষণের প্রয়োগের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়।এতে হিসাবরক্ষণের তত্ত্বের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়।
৩. আওতাআর্থিক লেনদেনসমূহ হিসাবভুক্তকরণ, শ্রেণীবদ্ধকরণ ও জের নির্ণয় এর আওতাভুক্ত।

 

সামগ্রিক আর্থিক ফলাফল নির্ণয়, আর্থিক অবস্থা নির্ণয় ও বিচার বিশ্লেষণ করা এর আওতাভুক্ত।
৪. ধাপএটি সামগ্রিক হিসাব প্রক্রিয়ার প্রাথমিক ধাপ।এটি সামগ্রিক হিসাব প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ।
৫. উদ্দেশ্যসুষ্ঠু ও সম্পূর্ণরূপে তারিখ অনুযায়ী আর্থিক লেনদেনগুলি স্থায়ীভাবে লিপিবদ্ধ করা এর প্রধান উদ্দেশ্য।প্রয়োজনীয় সমন্বয় সাধন পূর্বক কারবারের | আর্থিক চিত্র প্রদর্শন, অভ্যন্তরীণ ও বাহ্যিক পক্ষসমূকে প্রয়োজনীয় হিসাব তথ্য প্রদান এর প্রধান উদ্দেশ্য।
৬. উপাদানএর উপাদান হল লেনদেনসমূহের প্রামাণ্য দলিল পত্রাদি।

 

এর উপাদান হল হিসাবরক্ষণ হতে প্রাপ্ত তথ্যাদি।
৭. জ্ঞানের পরিধিএরূপ কার্য সম্পাদনকারীর জ্ঞানের পরিধি সীমিত।এরূপ কার্য সম্পাদনকারীর বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান থাকা উচিত।
৮. কাজের ভিত্তিএর কাজের ভিত্তি হল প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়াবলি।এর কাজের ভিত্তি হল হিসাবরক্ষণের নীতি ও কার্যাবলি
৯. কার্যের প্রকৃতিএর কাজের প্রকৃতি হল সুষ্ঠু ও নির্ভুলভাবে হিসাব সংরক্ষণ।এর কাজের প্রকৃতি হল বিশ্লেষণমূলক।
১০. ব্যবস্থাপনার ভূমিকাএটি প্রতিষ্ঠানে সংঘটিত আর্থিক লেনদেনসমূহকে স্থায়ীভাবে লিপিবদ্ধ করে আর্থিক তথ্য পেতে সাহায্য করে।এটি ব্যবস্থাপনাকে কারবারের প্রকৃত আর্থিক চিত্র সরবরাহ করে ভবিষ্যৎ কার্যপ্রণালী ও নীতি নির্ধারণে সাহায্য করে।

 

“আর পড়ুনঃ” ‘হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়’—উক্তিটি ব্যাখ্যা করুন।

Related posts