সত্য ও ন্যায়সঙ্গতা বলতে কী বুঝেন? (What do you mean by true and fair veiw/fair presentation.)
আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের যথার্থ ও ন্যায্য চিত্র প্রকাশ করে (Financial Statement exibit a True and Fair (view)।
একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, দক্ষতা এবং আর্থিক অবস্থার পরিবর্তন যথার্থ ও ন্যায্যভাবে আর্থিক বিবরণী উপস্থাপন করবে।
যদিও এই Frameworkটি এরূপ ধারণার সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয় তথাপিও প্রধান গুণগত বৈশিষ্ট্যসমূহ এবং হিসাব মানের প্রয়োগ আর্থিক বিবরণীকে যথার্থ ও ন্যায্য করে। যা সাধারণ ব্যবহারকারীগণ সহজেই বুঝতে পারে।