প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত? MCQ

প্রান্তিক হ্রদ কোন জেলার অবস্থিত?, প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত mcq

বাংলাদেশের পার্বত্য চট্রগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত পান্তিক হ্রদ।
বান্দরবান শহর থেকে চট্টগ্রাম বা কেরাণীহাটগামী বাসে হলুদিয়া নামক স্থানে নেমে টেক্সি বা রিক্সায় ২০মিনিট যেতে হবে। জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কি.মি।

এ কাব্যিক মোহনী রূপ সবুজ আর নীলে আচল বিছিয়ে শুয়ে আছে সৌন্দর্যমন্ডিত কুমারী হ্রদটি। ২৯ একক এলাকা নিয়ে প্রান্তিক হ্রদের অবস্থান। এলজিইডি’র তত্ত্বাবধানে এ হ্রদটি পরিচালিত। কিচিরমিচির শব্দে চারদিক মুখরিত থাকে সারাটিদিন।

প্রান্তিক হ্রদ কোথায় অবস্থিত?
A. রাঙ্গামাটি

B. বান্দরবান

C. খাগড়াছড়ি

About Post Author

Related posts