আর্থিক তথ্য সরবরাহের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করুন।

আর্থিক তথ্য সরবরাহের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করুন। (What are the objectives of financial reporting?)

আর্থিক তথ্য সরবরাহের মূল উদ্দেশ্য হলো আর্থিক সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী তথ্য সরবরাহ করা। আর্থিক প্রতিবেদন হলো একটি আর্থিক প্রতিষ্ঠানের সমগ্রীক আর্থিক তথ্যের বিজ্ঞান সম্মত সংক্ষিপ্তসারে প্রতিবেদন। নিচে উদ্দেশ্যসমূহ সংক্ষেপে আর্থিক তথ্য সরবরাহের বর্ণনা করা হলো :

১. প্রতিষ্ঠানের পাওনাদার, ঋণ প্রদানকারী, বিনিয়োগকারীদের নিকট কোম্পানির আর্থিক অবস্থা জানানোর জন্য সরবরাহ করা।

“আর পড়ুনঃ” হিসাববিজ্ঞান ও আর্থিক বিজ্ঞানের পার্থক্য বর্ণনা করুন।

২. প্রতিষ্ঠানের প্রকৃত মালিক শেয়ার হোল্ডারগণের নিকট প্রতি আর্থিক বছরে একবার আর্থিক প্রতিবেদন সবরাহ করে কোম্পানির আর্থিক অবস্থা অবগত করা।

“আর পড়ুনঃ” হিসাবরক্ষণ ও হিসাববিজ্ঞানের মধ্যে পার্থক্য কী? JAIBB

৩. যৌথ প্রতিষ্ঠানের নিবন্ধকের প্রতিষ্ঠানের আর্থিক রূপরেখা জানানোর জন্য সরবরাহ করা।

৪. প্রতিষ্ঠানের উপার্জন ক্ষমতা সম্পর্কে পূর্বাভাস, তুলনা ও মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট ব্যবহারকারিদের নিকট আর্থিক প্রতিবেদন সরবরাহ করা।

৫. প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট কর্মীদের নিকট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সহযোগীতা করার জন্য সরবরাহ করা।

“আর পড়ুনঃ” হিসাবের বিধানসমূহ সম্পর্কে সংক্ষেপে টীকা লিখুন।

৬. নিরীক্ষার জন্য সমজাতীয় তথ্য নিরীক্ষকের নিকট সরবরাহ করা।

৭. প্রতিষ্ঠানের পরিচালকদের নিকট সরবরাহ করা যাতে তারা আর্থিক প্রতিবেদন মূল্যায়ন করে সিদ্ধান্ত নিতে পারে এবং জানতে পারে ব্যবসায়ের আর্থিক অবস্থা, পরিচালন দক্ষতার মাত্রা, আর্থিক অবস্থা পরিবর্তনের গতিবিধি, নগদ প্রবাহ সম্পর্কিত ধারণা প্রভৃতি।

About Post Author

Related posts