স্বরবর্ণের ও ব্যঞ্জনবর্ণের কিছু MCQ উত্তর মালা

স্বরবর্ণের ও ব্যঞ্জনবর্ণের কিছু MCQ উত্তর মালা স্বরবর্ণের প্রাথমিক রূপ কয়টি

ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
উত্তর মালা: ফলা

বাংলা বর্ণমালায় ফলা কয়টি?
উত্তর মালা: ৫টি

যেকোনো ভাষায় ব্যবহৃত বর্ণসমষ্টিকে সে ভাষার কী বলে?
উত্তর মালা: বর্ণমালা

বাংলা ভাষায় স্বরধ্বনির সংখ্যা কয়টি?
উত্তর মালা: ১১টি

কোন মৌলিক স্বরধ্বনিটির কোনো লিখিত রূপ নেই?
উত্তর মালা: এ্যা

বাংলা বর্ণমালায় ব্যঞ্জনবর্ণের সংখ্যা কতটি?
উত্তর মালা: ৩৯টি

শরীরের কোন অঙ্গটিকে ধ্বনি তৈরির যন্ত্র বলা হয়?
উত্তর মালা: জিহ্বা

স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় কখন?
উত্তর মালা: স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয়

স্বরবর্ণের প্রাথমিক রূপ কাকে বলে?
উত্তর মালা: স্বরবর্ণের স্বাধীন ব্যবহারকে

যে বর্ণমালায় বাংলা ভাষা লিখিত হয় তাকে কী বলে?
বঙ্গলিপি

স্বরবর্ণ সংক্ষিপ্তাকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কী বলে?
উত্তর মালা: কার

বাংলা ভাষায় মাত্রাহীন বর্ণ কয়টি?
উত্তর মালা: ১০টি

বাংলা বর্ণমালায় মোট কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে?/ বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ রয়েছে?
উত্তর মালা: ৫০টি

কোনটি মৌলিক স্বরধ্বনি?
উত্তর মালা: ই

প-বর্গীয় ধ্বনিগুলোর উচ্চারণ স্থান অনুযায়ী নাম কী?
উত্তর মালা: ওষ্ঠ্য ধ্বনি

স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয়— অথবা, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
উত্তর মালা: ঈ-কার

কোনো স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়?
উত্তর মালা: সংক্ষিপ্ত আকারে

কোন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ নেই?/ বাংলা ভাষার কোন স্বরধ্বনিটির সংক্ষিপ্ত রূপ নেই?
উত্তর মালা: অ

Table of Contents

About Post Author

Related posts