২১ শে ফেব্রুয়ারি পিক, ছবি, মেসেজ পিকচার (21 february picture, pic)

২১ শে ফেব্রুয়ারি পিক

২১ শে ফেব্রুয়ারি পিক, ছবি, মেসেজ পিকচার (21 february picture, pic) মহান শহীদ দিবস ২০২২ (Mohan Shohid Dibosh 2022) 21 february fb status

21 february 1952 picture
21 february 1952 picture
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি!

২১ শে ফেব্রুয়ারি background
২১ শে ফেব্রুয়ারি background
মনে পড়ে ৫২ এর কথা,
মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা,
যখন হারিয়েছি আমার ভাইদের,
দিয়েছি রক্ত ভাষার জন্য।

“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড

21 february pic
21 february pic
এসো প্রাণের ভাষায় কথা বলি প্রান খুলে!
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি উক্তি

21 february picture download
21 february picture download
ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।

২১ শে ফেব্রুয়ারি ছবি আঁকা
২১ শে ফেব্রুয়ারি ছবি আঁকা
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?

“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি বানী

21st february 21 february drawing picture
21st february 21 february drawing picture
বাংলা ভাষায় বাংলা মায়ে
ডকছে তোরা আয়
রক্ত তোদের যায়নি বৃথা
দেখবি বলে আয়
সবাই আসে ওদের আসায়
ওরা আসে না তো ফিরে।

২১ শে ফেব্রুয়ারি ছবি ডাউনলোড
২১ শে ফেব্রুয়ারি ছবি ডাউনলোড
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২১ শে ফেব্রুয়ারি ছবি
২১ শে ফেব্রুয়ারি ছবি
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!

bangla 21 february pic
bangla 21 february pic
শুন হে বরকত শুন, শুন হে সালাম,
তোমাদের আত্মত্যাগ ব্যর্থ হয় নাই।
তোমরা দিয়েছ প্রাণ, তাই –
আমরা মায়ের বোলে, কথা বলি, গান গেয়ে যাই।

“আর পড়ুনঃ” আল্লাহু আকবার পিকচার, পিক, ছবি, ফটো ডাউনলোড।

new 21 february pic
new 21 february pic
আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।

২১ শে ফেব্রুয়ারি পিক, ছবি, মেসেজ পিকচার (21 february picture, pic)

২১ ফেব্রুয়ারি ওয়ালপেপার বাংলা
২১ ফেব্রুয়ারি ওয়ালপেপার বাংলা
একুশ আমার গর্ব, একুশ আমার অহংকার।
বর্তমান প্রজন্মকে এই দিন সম্পর্কে জানানোর আহ্বান জানাই সকলকে।
কয়জনই বা পারে ভাষার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে?
এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করায় আমরা গর্বিত।

২১ ফেব্রুয়ারি ব্যানার
২১ ফেব্রুয়ারি ব্যানার
কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়। প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি। সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” এপ্রিল ফুল এসএমএস, april fool বোকা বানানোর উপায়

শহীদ মিনার ফটোগ্রাফি
শহীদ মিনার ফটোগ্রাফি
বাংলা মায়ের জন্য তারা
জীবন দিয়েছে
রক্ত দিয়ে রাজপথ
রাঙা করেছে
সৃতির মাঝে আছে তারা
থাকবে হৃদয় জুরে।

আ মরি বাংলা ভাষা
আ মরি বাংলা ভাষা
বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

শহীদ মিনার চিত্র
শহীদ মিনার চিত্র
কোন ভাষা যেন এই পৃথিবী থেকে হারিয়ে না যায়।
প্রত্যেকে যেন তাঁর মাতৃভাষায় নিজের মতামত প্রকাশ করতে পারে এই কামন করি।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।

“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস

শহীদ মিনার ফটো/ ২১ ফেব্রুয়ারী কভার ফটো/ ২১ শে ফেব্রুয়ারি পিক
শহীদ মিনার ফটো
ভাষা শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষা।
তাই সকল ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারী।

About Post Author

Related posts