২১ শে ফেব্রুয়ারি ছন্দ স্ট্যাটাস, একুশে ফেব্রুয়ারি স্ট্যাটাস, একুশে ফেব্রুয়ারির উক্তি, একুশে ফেব্রুয়ারির মেসেজ,মাতৃভাষা দিবসের কবিতা
একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে
ছালাম বরকত রফিক জব্বার
আসবে না তো ফিরে তারা-
আসবে না তো ফিরে।
দীর্ঘ সংগ্রামের অর্জিত হইলে তুমি ২১ শে ফেব্রুয়ারি,
মিলিয়াছে মাতৃভাষায় কথা বলিবার স্ব–স্বাধীনতা।
প্রত্যাশা প্রাণে শূন্য পদে হন্টন করিবার উদ্বিগ্নতায়,
নিদ্রাহীন এই দিবসের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিবার আকুলতা
“আর পড়ুনঃ” 21 শে ফেব্রুয়ারি sms (21 february)
রফিক, সালাম, বরকত, আরো হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান ,
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান ।
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি পিক, ছবি, মেসেজ পিকচার (21 february picture, pic)
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
“আর পড়ুনঃ” ২১ ফেব্রুয়ারি পিক / শুভেচ্ছা এসএমএস (21 February 2022)
জান দিয়েছে
দেয়নি তবু বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।
২১ শে ফেব্রুয়ারি ছন্দ স্ট্যাটাস
বুকের রক্ত মুখে তুলে যারা মরে
ওপারে ঢাকায় এপারের শিলচরে
তারা ভালোবাসা- বাংলাভাষার জুড়ি
উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি।
কারো দানে পাওয়া নয়, রক্ত দিয়ে কেনা এই বাংলা ভাষা!
আগুন ঝরা ফাগুন দিনে
মাতৃভাষা আনলো কিনে
প্রাণের বিনিময়ে,
রক্তস্রোত যায় যে বয়ে
রয় ইতিহাস সাক্ষী হয়ে
অপার এক বিস্ময়ে!
আমার ভাষা, আমার মায়ের ভাষা, গর্বিত এই ভাষায় কথা বলতে পেরে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা সবাইকে।
আমরা ভুলিনি তোমাদের
ভুলিনি তোমাদের রক্তের স্রোত ধারা।
তোমাদের জানাই লক্ষ সালাম,
অন্তরের সবটুকু ভালোবাসা দিয়ে
গভীর শ্রদ্ধা।
আর শুধুই বলি-
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো
একুশে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড
ভাষা সৈনিকদের জন্য বিনম্র শ্রদ্ধা ও একইসাথে সবার জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।
এখন শুধু একুশ এলে
সব মমতা উঠছে ঠেলে
অন্যদিনে নয়,
আপন ভাষা মাতৃভাষা
জীবন দিয়ে ভালোবাসা
এভাবে কি হয়?
প্রানটা জুড়িয়ে যায় – যখন শুনি গ্রাম বাংলার গান।
কি মধুর বাংলা গানের সুর।
মন ভরে যায়, তাঁদের জন্য – যারা জীবন করেছে দান ভাষার জন্য।
বাংলাদেশের সোনার ছেলে ভাষা শহীদের দল,
জীবন দিয়ে এনে দিলো বাংলা ভাষার ফল,
তাদের দানে আজকে আমরা স্বাধীন ভাবে বাংলা বলি,
সেই সোনার ছেলেদের ত্যাগের কথা কেমন করে ভুলি!