21 শে ফেব্রুয়ারি sms (21 february) ২১ই ফেব্রুয়ারি একটি ছন্দ, 21 শে ফেব্রুয়ারি কিছু ছন্দ, 21 february kicu condo,
যুগ যুগ ধরে ভাষা শহীদরা রয়ে যাবে বাঙালির মনে
তাই এই দিনটিতে সবাইকে জানাই একুশে ফেব্রুয়ারির শুভেচ্ছা
রফিক, সালাম, বরকত, আর হাজার বীর সন্তান,
করলো ভাষার মান রক্ষা বিলিয়ে আপন প্রান
যাদের রক্তে রাঙ্গানো একুশ ওরা যে অম্লান
ধন্য আমার মাতৃভাষা ধন্য তাদের প্রান।
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি শুভেচ্ছা এসএমএস
যাদের রক্তে রাঙ্গানো একুশ
ওরা যে অম্লান,
ধন্য আমার মাতৃভাষা
ধন্য ওদের পরান
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি পিক, ছবি, মেসেজ পিকচার (21 february picture, pic)
যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে তাদের সব সময় মনে রাখতে হবে
তাদের জন্য একদিন নয় তাদের জন্য পুরো বছর রাখা উচিত।
ফেব্রুয়ারি হলো বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।
২১ শে ফেব্রুয়ারি পিকচার, ছবি, ফটো, পিক ডাউনলোড
এই একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো তাই আমি এই ২১ ভুলতে পারিনা!
যতকাল রবে এই বাংলা রয়ে যাবে সকল ভাষা শহীদদের স্মরণ।
আজ একুশে ফেব্রুয়ারি,
এই দিনে লক্ষ কোটি বাবা মা ভাই বোনদের রক্তের বিনিময়ে আমাদের এই সোনার বাংলা ভাষা। এই দিনটির অপেক্ষায় আমরা কোটি মানুষ লক্ষ ফুল হাজার তোড়া নিয়ে জানাই তাদের শুভেচ্ছা।
আমরা তাদের কখনো ভুলবো না।
রক্তে কেনা বাংলা আমার
লাখো শহীদদের দান,
তবুও কেন বন্ধু আমার
বিদেশের প্রতি টান
সকাল বেলা পান্তা খেয়ে
ফেব্রুয়ারি ফেব্রুয়ারি বাংলা ভাষার মাস,
বাংলা আমার মাতৃভাষা মিটায় মনের আশ।
ভালোবাসার মাঝে কষ্ট আছে,
ভালো থাকার মাঝে শান্তি আছে,
দূরে থাকার মাঝে টান আছে,
মনে রাখার মাঝে সান্ত্বনা আছে,
তাই মনে রেখো ২১ ফেব্রুয়ারী।
“আর পড়ুনঃ” ২১ শে ফেব্রুয়ারি উক্তি
ফেব্রুয়ারী আমার ভাইয়ের,
ফেব্রুয়ারী আমার মায়ের,
একুশে ফেব্রুয়ারী,
আমি কি ভুলিতে পারি
বাংলাদেশের সোনার ছেলে,
ভাষা শহিদ দের দল।
জীবন দিয়ে এনে দিল বাংলা ভাষার ফল
তাদের দানে আজকে মোরা
স্বাধীন ভাবে বাংলা বলি।
সেই সোনাদের ত্যাগের কথা
কেমন করে ভুলি।
21 শে ফেব্রুয়ারি sms