একাদশ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আবেদন করে কাঙ্ক্ষিত কলেজ আসেনি বা কোনো কলেজে এখনো চাঞ্জ হয়নি বা চাঞ্জ পাননি সে শিক্ষার্থী জন্য শিক্ষা বোর্ড সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে চতুর্থবার আবেদন করার জন্য সুযোগ দেবে। আগামী ২৬ এ ফেব্রুয়ারি থেকে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
এতি মধ্যে অনেক কলেজ এর আসন সংখ্যা বা সিট পূরণ হয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আবেদন এ কিন্তু এখনো অনেক কলেজ এর অল্প কিছু পরিমাণ এর আসন সংখ্যা বা সিট খালি আছে।
কিন্তু এখন অনেকে ভাবছেন যে কি ভাবে যানবো কোন কলেজে কতটি আসন সংখ্যা আছে। কোনো চিন্তার কারন নেই খুব সহজেই যানতে পারবেন কোনো কলেজে কতটি আসন সংখ্যা আছে এখনো ফাকা।
নিচের শিক্ষা বোর্ড অনুযায়ী সকল কলেজের তালিকা দিয়া আছে। আপনি যে বোর্ডের কলেজে ভর্তি হবেন সেই বোর্ডের উপর ক্লিক করুন, সাথে সাথে একটা PDF ফাইল ডাউনলোড হয়ে যাবে। PDF ফাইল এ সিরিয়ালি অনুযায়ী জেলার নাম দিয়া আছে একই ভাবে পরের ছক থানা এবং কলেজের নাম দিয়া থাকবে এবং ডান দিকের ঘরটাতে যত সংখ্যা লেখা থাকবে তা হচ্ছে এখনো ফাকা আসন সংখ্যা।