কারবারি লেনদেনের সংজ্ঞা দিন। (Define Business Transaction.)
লেনদেন হলো হিসাববিজ্ঞান প্রক্রিয়ার মূল ভিত্তি। কারণ লেনদেনগুলোকেই হিসাবের বইয়ে লিপিবদ্ধ করা হয়। আর ব্যবসায়িক ক্ষেত্রে যে সকল ঘটনার ফলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় অথবা সম্পত্তি, দায় বা মালিকানাস্বত্বের পরিবর্তন হয় এরূপ ঘটনাসমূহকে কারবারি লেনদেন বা ব্যবসায়িক লেনদেন বলে গণ্য করা হয়। নিচে কতিপয় মনীষীর সংজ্ঞা উপস্থাপন করা হলো :
আমেরিকান হিসাবশাস্ত্রবিদ পাইল ও লারসন-এর মতে, “পণ্য, সেবা, অর্থের বিনিময় অথবা অর্থ সংগ্রহের অধিকারকে ব্যবসায় সংক্রান্ত লেনদেন বলে।”
স্মিথ এবং স্কাউসেন-এর মতে, “কারবারি লেনদেন হলো দুটি পক্ষের মধ্যে দ্রব্য এবং সেবার বিনিময় বা অন্য কোন ঘটনা যার ব্যবসায় প্রতিষ্ঠানের উপর আর্থিক প্রভাব ফেলে।”
অর্থ বা অর্থের মূল্যে পরিমাপযোগ্য কোন ঘটনার দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পত্তি, দায় ও মালিকানাস্বত্বের পরিবর্তন ঘটলে এরূপ ঘটনাকে ব্যবসায়িক লেনদেন বলে গণ্য করা হবে