রেওয়ামিলের উদ্দেশ্য কী? (What are the objects of Trial Balance?)
রেওয়ামিল কোন হিসাব বা হিসাবের কোন অংশ নয়।
কিন্তু তবুও নিম্নলিখিত উদ্দেশ্যেগুলোর প্রতি লক্ষ্য রেখে রেওয়ামিল প্রস্তুত করা হয়:
(ক) হিসাবের গাণিতিক নির্ভুলতা যাচাই করা রেওয়ামিলের অন্যতম প্রধান উদ্দেশ্য।
(খ) দু’তরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট দুটি পক্ষই সঠিকভাবে হিসাবের বইতে লিপিবন্ধ করা হয়েছে কিনা তা যাচাই করা।
(গ) চূড়ান্ত হিসাব প্রস্তুতের সুবিধার্থে খতিয়ানের বিভিন্ন হিসাবের জেরগুলোকে একস্থানে জড়ো করা।
(ঘ) সকল হিসাবের জের সঠিকভাবে নির্ণয় করা হয়েছে কিনা তা যাচাই করা।
(ঙ) হিসাবরক্ষণ প্রক্রিয়ায় কোন ভুল থাকলে তা বাহির করা।
(চ) যথাযথ কর্তৃপক্ষকে শীঘ্র তথ্য প্রদান করা।
(ছ) খতিয়ানের বিভিন্ন হিসাবের বর্তমান বছরের জোরগুলোর সাথে বিগত বছরের জেরের তুলনামূলক বিশ্লেষণ করা।