একজন ব্যাংক কর্মকর্তার কেন এ সকল নীতিমালা জানা উচিত? (Why a banker should know these principles?)
একটি ব্যাংকিং প্রতিষ্ঠানের মূল আয় হলো সুদ বাটা এবং কমিশন এবং মূল ব্যয় হলো সুদ এবং প্রশাসনিক খরচ।
কোনো আর্থিক বছরে কত সুদ প্রাপ্ত ও প্রাপ্য হলো এবং ঐ আর্থিক বছরে কত সুদ প্রদত্ত এবং প্রদেয় হলো তা ব্যাংক কর্মকর্তার জানা দরকার।
এক্ষেত্রে কোনো ব্যাংক কর্মকর্তা যদি ভুল করে, তাহলে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের সঠিক আয় ব্যয়ের ফলাফল প্রদর্শন করবে না।
অন্যদিকে কোনো আর্থিক বছরে যে বাট্টা প্রাপ্ত হয় সে বাটার মধ্যে যদি কোনো রিবেট থাকে তাহলে তা বাদ দিতে হবে। যদি বাদ না দেয়া হয়, তাহলে প্রস্তুতকৃত আর্থিক বিবরণী প্রতিষ্ঠানের সঠিক আয় ব্যয়ের ফলাফল প্রদর্শন করবে না। হিসাববিজ্ঞানের এসমস্ত জ্ঞান একজন ব্যাংক কর্মকর্তা হিসাববিজ্ঞানের নীতিসমূহ পাঠ করে জানতে পারেন। কাজেই একজন ব্যাংক কর্মকর্তার হিসাববিজ্ঞানের নীতিমালা জানা উচিত।