কারবারি মজুদ পণ্য বলতে কী বুঝেন? (What do you mean by merchandise inventory?)
প্রত্যেকটি ব্যবসায় প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন করা। এ মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান তার যাবতীয় কার্যাবলি পরিচালনা করেন।
ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ মুনাফা অর্জনের জন্য যে সকল পণ্য বিক্রয় করে থাকে তাকে কারবারি পণ্য বলে।
যেমন : একটি প্রতিষ্ঠান চাউল ক্রয় করে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।
এক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের ব্যবসায়িক পণ্য হলো চাউল। আবার আর একটি প্রতিষ্ঠান মোটরগাড়ি আমদানি করে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে, এরূপ প্রতিষ্ঠানের ব্যবসায়িক পণ্য মোটরগাড়ি।
এরূপ ব্যবসায়িক প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে না এরা অন্যদের উৎপাদিত পণ্য পাইকারি বা খুচরা বিক্রি করে।
স্বাভাবিক কার্য ধারা অব্যাহত রাখা বা খরিদ্দারদের চাহিদা পুরণের লক্ষ্যে প্রতিষ্ঠানকে সব সময় কিছু না কিছু পণ্য মজুদ রাখতে হয়। তা না হলে খরিদ্দার হাত ছাড়া হওয়ার সম্ভাবনা থাকে।
আর্থিক বছরে এরূপ যে পরিমাণ বিক্রয়যোগ্য পণ্য মজুদ রাখা হয় তাকে কারবারি মজুদ পণ্য (Merchandise inventory) বলে।