নগদান বইয়ের কন্ট্রা দাখিলা বলতে কী বুঝেন? (What is the contra entry of cash book?
কন্ট্রা এন্ট্রি বা বিপরীত দাখিলা (Contra Entry): নগদ ও ব্যাংক সম্পর্কীয় লেনদেনগুলোর কতিপয় দফা আছে যেগুলোর প্রত্যেকটি নগদান বহির উভয়দিকে লিখতে হয়,
এসব দাখিলাকে কন্ট্রা বা বিপরীত দাখিলা বলে।
যেমন : কারবারের টাকা ব্যাংকে জমা দেয়া হলে এবং কারবারের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হলে দু’ঘরা নগদান বহির উভয় দিকে লিখতে হয়।
ডেবিট দিকে নগদের ঘরে লেখা হলে ক্রেডিটের দিকে ব্যাংকের ঘরে লিপিবদ্ধ করা হয়।
আবার ডেবিট দিকে ব্যাংকের ঘরে লেখা হলে তা ক্রেডিট দিকে নগদ ঘরে লেখা হয়।
এ জাতীয় দাখিলাকে বিপরীত দাখিলা বলে।
কন্ট্রা এন্ট্রিকে খতিয়ান পৃষ্ঠার ঘরে ক বা সি লিখে চিহ্নিত করতে হয়। মূল কথা হল,
যে সব লেনদেন একই সাথে নগদান বহির নগদ কক্ষ এবং ব্যাংক কক্ষকে প্রভাবিত করে,
সে সব লেনদেনের ক্ষেত্রে কন্ট্রা এন্ট্রি ব্যবহার করা হয়ে থাকে।
উল্টা এন্ট্রি (Reverse Entry): কোন কোন লেনদেনের জন্য নগদান বহির উভয় দিকের কক্ষ বা ঘর প্রভাবিত হয়।
এরূপ লেনদেনের জন্য নগদান বহির নগদ ঘর ডেবিট এবং নগদ ঘর ক্রেডিট হতে পারে, এরূপ দাখিলাকে উল্টা দাখিলা বা রিভার্স এন্ট্রি বলে।
এরূপ লেনদেন লিপিবদ্ধ করার সময় খতিয়ান পৃষ্ঠা ঘরে উভয়দিকে ‘R’ সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়।
যেমন—তৈয়বুরের নিকট থেকে ২০০০ টাকার একখানি চেক পেয়ে জোবায়েদকে পাওনা বাবদ পরিশোধ করা হল
এ লেনদেনটিকে নগদান বহির নগদ ঘরে ডেবিট হবে এবং নগদান বহির নগদ ঘরে ক্রেডিট হবে।