সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য কী?

সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য কী? (What is the difference between adjusting entries and closing entries?)

কোন হিসাবকালের শেষে চূড়ান্ত হিসাব প্রস্তুতের সময় অলিপিবদ্ধ লেনদেন (বকেয়া খরচ ও আয়), অগ্রিম প্রদত্ত খরচ এবং অগ্রিম প্রাপ্ত আয় ইত্যাদি বিষয়সমূহকে হিসাবে লিপিবদ্ধকরণের দাখিলাকে সমন্বয় দাখিলা বলে। পক্ষান্তরে, হিসাব বহির মুনাফাজাতীয় হিসাবসমূহ বন্ধ করার জন্য যে দাখিলার প্রয়োজন হয় তাকে সমাপনী দাখিলা বলে।
নিচে সমন্বয় দাখিলা এবং সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য বর্ণিত হলো :

পার্থক্যের বিষয়সমন্বয় দাখিলাসমাপনী দাখিলা
১. সময়সমাপনী দাখিলার পূর্বে এ দাখিলা দেওয়া হয়।সমন্বয় দাখিলার পর এ দাখিলা দেওয়া হয়।
২. বিষয়বস্তুরেওয়ামিলের বহির্ভূত বিষয়সমূহের জন্য এ দাখিলা দেয়া হয়রেওয়ামিলের অন্তর্ভুক এবং বহির্ভূত উভয় বিষয়ের জন্য এ দাখিলা দেয়া হয়।
৩. ফলাফলএ দাখিলার ফলে প্রকৃত ব্যয় ও আয় নির্ধারিত এ দাখিলার ফলে খতিয়ানে আয়-ব্যয় সংক্রান্ত হয় যা হিসাবকালের লাভ-লোকসান নির্ণয়ে সাহায্য করে।এ দাখিলার ফলে খতিয়ান আয় ব্যয় সংক্রান্ত হিসাবগুলো বন্ধ হয়ে যায়।
৪. কারবারের অবসানকারবারের অবসানের সময় এ দাখিলার প্রয়োজন হয় না।কারবারের অবসানের সময় এ দাখিলার প্রয়োজন হয়।

উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, সমন্বয় দাখিলা ও সমাপনী দাখিলার মধ্যে পার্থক্য থাকলেও এরা উভয়ই একটি প্রতিষ্ঠানের চূড়ান্ত হিসাব প্রণয়নে সাহায্য করে থাকে।

About Post Author

Related posts