আন্তঃ অডিট (Internal Audit)

আন্তঃ অডিট (Internal Audit)

আধুনিককালে হিসাবরক্ষণ কার্যকে নিখুঁত করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ কাজের সাথে সম্পর্কহীন নিজস্ব কর্মচারীদের দ্বারা যে নিরীক্ষা পরিচালিত হয় তাকে অভ্যন্তরীণ নিরীক্ষা বলে। এরূপ নিরীক্ষা কার্য পরিচালনার জন্য একটি পৃথক বিভাগ খোলা হয়। হিসাবরক্ষণ বিভাগের সহিত এর কোন সম্পর্ক থাকে না। সারা বৎসর ধরে হিসাবরক্ষণ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত হিসাব পরীক্ষার দায়িত্ব এই অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের উপর অর্পিত হয়। এছাড়াও অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের কাজ হল হিসাবের ভুল ও জুয়াচুরি হচ্ছে কিনা অনুসন্ধান করা এবং কারবারে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা ঠিকমত পরিচালিত হচ্ছে কিনা দেখা।

Related posts