মূলধন হিসাব ও চলতি হিসাব (Capital Account and Current Account)
মূলধন হিসাব: অংশীদারি ব্যবসায়ে অংশীদারগণ কর্তৃক সরবরাহকৃত মূলধনের পরিমাণ লিপিবন্ধকরণের জন্য প্রত্যেক অংশীদারের নামে পৃথক যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে অংশীদারদের মূলধন হিসাব বলে। ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ অংশীদারদের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী স্থির করা হয়। প্রয়োজনে প্রত্যেক অংশীদারের জন্য পৃথক পৃথক মূলধনের পরিমাণ নির্ধারণ করা হয়।
চলতি হিসাব: অংশীদারি ব্যবসায়ের স্থিতিশীল মূলধন হিসাব পদ্ধতিতে অংশীদারদের মূলধন হিসাব সংরক্ষণ করা হলে অংশীদারদের মূলধন ব্যতীত অন্যান্য বিষয়; যেমন: মূলধরনের সুদ, বেতন, কমিশন, মুনাফার অংশ, লোকসানের অংশ, উত্তোলন, উত্তোলনের সুদ ইত্যাদি হিসাবভুক্ত করার জন্য পৃথক যে হিসাব সংরক্ষণ করা হয় তাকে অংশীদারদের চলতি হিসাব বলে। বছর শেষে চলতি হিসাবের জের নির্ণয় করা হয়। চলতি হিসাবের ডেবিট অথবা ক্রেডিট জের হতে পারে। সাধারণত মূলধন হিসাবের ক্রেডিট দিকে যেসব দফা লিপিবদ্ধ করা হয় তা চলতি হিসাবেরও ক্রেডিট দিকে লিপিবদ্ধ করতে হয়। আবার মূলধন হিসাবের ডেবিট দিকে যেসব দফা লিপিবদ্ধ করা হয় তা চলতি হিসাবের ডেবিট দিকে লিপিবদ্ধ করতে হয়।