অস্থায়ী ও স্থায়ী হিসাব (Temporary and Permanent Account))
অস্থায়ী হিসাব: স্বল্পকালের জন্য যে হিসাব খোলা হয় সেগুলোকে অস্থায়ী হিসাব নামে অবহিত করা হয়। দুই বা
তিন বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়নের জন্য যে হিসাব রাখা হয় এটি অস্থায়ী হিসাব। যৌথ উদ্যোগ এবং সংক্ষিপ্ত সময়ের জন্য অংশীদারি ব্যবসায়ের জন্য সাময়িক সময়ের হিসাবকে অস্থায়ী হিসাব বলা হয়।
স্থায়ী হিসাব: যে হিসাব স্বাভাবিকভাবে চলতে থাকবে কোন নির্দিষ্ট সময় শেষে বা কোন কার্য সম্পাদন শেষে বন্ধ হবে। না প্রত্যাশা করা তাকে স্থায়ী হিসাব বলে।