সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ (Break-even point Analysis)
• যে বিশ্লেষণের মধ্য দিয়ে বিক্রয় পরিমাণ, বিক্রীত পণ্যের উৎপাদন ব্যয় বা প্রান্তিক ব্যয়, স্থায়ী ব্যয়, বিভিন্ন কার্যস্তরে মোট মুনাফা বা ক্ষতি ইত্যাদি আলোচনা করা হয় তাকে সমচ্ছেদ বিশ্লেষণ বলে। সমচ্ছেদ বিশ্লেষণের মাধ্যমে উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ পরিবর্তন হলে কিভাবে তা ব্যয় ও মুনাফাকে প্রভাবিত করে তা জানা যায়।
সমচ্ছেদ বিশ্লেষণকে রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। এতে একটি বিক্রয় রেখা ও একটি মোট ব্যয় রেখা থাকে যা এমন একটি বিন্দুতে পরস্পর পরস্পরকে ছেদ করে যেখানে লাভের পরিমাণ শূন্য হয় কিন্তু কোন ক্ষতিও হয় না। উক্ত বিন্দুকেই সমচ্ছেদ বিন্দু বলে। সমচ্ছেদ বিন্দুতে মোট অবদান স্থায়ী ব্যয়ের সমান হয়।