রক্ষণশীলতার নীতি / চলমান ধারণা অনুমান

রক্ষণশীলতার নীতি / চলমান ধারণা অনুমান (Conservatism concept/Going Concern Assumption)

রক্ষণশীলতা হিসাববিজ্ঞানের একটি রক্ষণাত্মক নীতি । (কথায় আছে লোকসান যাতে না হয় সেই চিন্তা আগে, লাভের চিন্তা পরে।) এর আসল অর্থ হলো এই যে, লাভ হলে ভাবে কিন্তু লোকসান যাতে না হয় সেটা আগে দেখা দরকার। বছরের শেষে আয় বিবরণী (Income Statement) তৈরি করার সময় হিসাবরক্ষক বছরের আয়-ব্যয়গুলি ভালোভাবে পরীক্ষা করে দেখেন। খরচের খাতগুলি পরীক্ষা করবার সময় বছরের কোন খরচ বাদ পড়ল কিনা তার দিকে হিসাবরক্ষকের দৃষ্টি বেশি থাকে।

অন্যদিকে আয় নিরীক্ষা করার সময় তার সজাগ দৃষ্টি থাকে। যে বছরে আয় ধরা হয়েছে তার মধ্যে এমন কোন আয় আছে কিনা যা ঐ বছরে হিসাবে আসার কথা নয়। অন্যভাবে বলা যায় হিসাব তৈরির সময় কোন আয় বাদ গেলেও খুব একটা অসুবিধা হবে না, যে অসুবিধা হবে কোন খরচ যদি বাদ পড়ে। এই দৃষ্টিভঙ্গির নীতিকে বলা হয় রক্ষণশীলতার নীতি । উদাহরণ হিসাবে বলা যায়, রক্ষণশীলতার কারণেই সমাপনী মজুদ পণ্য মূল্যায়নের ক্ষেত্রে উহার ক্রয় মূল্য ও বাজার মূল্যের মধ্যে যেটি কম তা বিবেচনা করা হয় এবং সম্ভাব্য লোকসানের আশংকায় দেনাদারের উপর সন্দেহজনক সঞ্চিতি তৈরি করা হয়।

About Post Author

Related posts