রেওয়ামিল তৈরি করার পদ্ধতি বর্ণনা করুন।

রেওয়ামিল তৈরি করার পদ্ধতি বর্ণনা করুন। (Describe the way to prepare Trial Balance.)

হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য প্রধানত রেয়ামিল প্রস্তুত করা হয়। বিভিন্ন পদ্ধতিতে রেওয়ামিল তৈরি করা যায়। নিচে রেওয়ামিল প্রস্তুতের পদ্ধতিসমূহ সংক্ষেপে বর্ণিত হল।

১. মোট অংকের রেওয়ামিল: এ পদ্ধতিতে খতিয়ানস্থিত হিসাবের ডেবিট ও ক্রেডিট দিকের যোগফল রেওয়ামিলের যথাক্রমে ডেবিট ক্রেডিট ঘরে লিপিবন্ধকরা হয়। এই পদ্ধতিতে খতিয়ানভুক্ত হিসাবের নীট ফল বা জের পাওয়া যায় না বলে এটা বাস্তবে তেমন প্রচলিত নয়।

২. জেরের রেওয়ামিল: এ পদ্ধতিতে খতিয়ানভুক্ত হিসাবের ডেবিট ও ক্রেডিট জোর রেওয়ামিলে যথাক্রমে ডেবিট ও ক্রেডিট দিকে লেখা হয়। এ পদ্ধতি রেওয়ামিল প্রস্তুতের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি।

৩. মোট অংক এবং জেরযুক্ত রেওয়ামিল: এ পদ্ধতিতে খতিয়ানের প্রতিটি হিসাবের ডেবিট এবং ক্রেডিটের যোগফল এবং হিসাবের ডেবিট এবং ক্রেডিট জেরের মাধ্যমে রেওয়ামিল প্রস্তুত করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে মোট অংক এবং জেরের রেওয়ামিল এই দুটি পদ্ধতি একত্রিতকরণের মাধ্যমে মোট অংক এবং জেরযুক্ত রেওয়ামিল প্রস্তুত করা হয়। রেওয়ামিল প্রস্তুতের এ পদ্ধতি খুব একটা প্রচলিত নয়।

Table of Contents

About Post Author

Related posts