অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু কী কী? (What are the contents of partnership deed?)
অংশীদারি কারবারের চুক্তিপত্রের বিষয়বস্তু বা ধারাসমূহ মৌখিক, লিখিত বা আচরণে অনুমিত হতে পারে। সাধারণত নিম্নোক্ত ধারাসমূহ লিখিত অংশীদারি চুক্তিতে অন্তর্ভুক্ত থাকে:
১. অংশীদারি প্রতিষ্ঠানের নাম;
২. অংশীদারি প্রতিষ্ঠানের ঠিকানা;
৩. অংশীদারি প্রতিষ্ঠানের উদ্দেশ্য;
৪. অংশীদারগণের নাম ও ঠিকানা;
৫. অংশীদারি কারবারের মূলধন:
৭. অংশীদারের অধিকার, ক্ষমতা ও দায়িত্ব;
৮. লাভ লোকসান বন্টন অনুপাত;
৯. বেতন, ভাড়া ও কমিশন প্রদান পদ্ধতি;
১০. মূলধন ও উত্তোলনের উপর সুদ প্রদান পদ্ধিতি;
১১. উত্তোলনের নিয়ম;
১২. হিসাবরক্ষণ পদ্ধতি;
১৩. মতবিরোধ মিটানোর জন্য সালিনী ব্যবস্থার রূপরেখা;
১৪. অংশীদারদের মূলধন হিসাব রাখার পদ্ধতি। উপরিউক্ত ধারা ছাড়াও অংশীদারদের মধ্যে সম্ভাব্য জটিলতা নিরসনের জন্য প্রয়োজনে আরও ধারা দলিলে অন্তর্ভুক্ত করা যেতে পারে।