অনুপাত বিশ্লেষণ (Ratio Analysis)
আনুভূমিক বা সমান্তরাল বিশ্লেষণ একই প্রকার রাশির মধ্যে তুলনা করে। কিন্তু বিভিন্ন প্রকার রাশির মধ্যে তুলনা করা একান্ত প্রয়োজন। আর এটা করা হয় অনুপাত বিশ্লেষণের মাধ্যমে। অনুপাত বিশ্লেষণ বা Ratio Analysis হচ্ছে আর্থিক বিশ্লেষণের কৌশলসমূহের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ বহুল ব্যবহৃত ও ফলপ্রসূ বিশ্লেষণ। প্রতিষ্ঠানের একটি রাশির মানের সাথে আরেকটি রাশির মানের যে গাণিতিক সম্পর্ক বা তাদের মধ্যকার আনুপাতিক সম্পর্ক থাকে তা অনুপাত বিশ্লেষণের মাধ্যমে নির্ণয় করা হয়। অনুপাত বিশ্লেষণের অনুপাত মান প্রমাণ (Standard) মানের সাথে বা শিল্পে অবস্থিত অন্যান্য সমজাতীয় ব্যবসায়ের অনুপাতের সাথে তুলনা করা হয় এবং এর মাধ্যমে ব্যবসায়ের দক্ষতা পরিমাপ করা হয়। I.M. Pandey-,”Ratio analysis is a process of identifying the financial strengths and weakness of the firm.”
অতএব, অনুপাত বিশ্লেষণ হলো এমন একটি গাণিতিক সম্পর্ক নির্ণয়ের কৌশল যার মাধ্যমে একটি ব্যবসায়ের আর্থিক রাশি বা উপাত্তসমূহ অন্য একটি প্রতিষ্ঠানের বা বিভিন্ন বছরের বা শিল্পের আদর্শমান (standard)-এর সাথে তুলনা করা যায়।