নিরাপত্তা প্রান্ত (Margin of Safety)
নিরাপত্তা প্রান্ত (Margin of Safety): সমচ্ছেদ বিন্দু অপেক্ষা অতিরিক্ত বিক্রয়কে নিরাপত্তা প্রান্ত বলা হয়। সমচ্ছেদ বিন্দু অপেক্ষা যতবেশি বিক্রয় হয় তাই নিরাপত্তা প্রান্ত। সুতরাং নিরাপত্তা প্রান্ত হল মোট বিক্রয় ও সমচ্ছেদ বিক্রয়ের অন্তরফল। একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রান্ত যতবেশি হবে তার অবস্থা তত মজবুত হবে।