মজুদ পণ্য (Inventory)
নির্দিষ্ট সময়ের জন্য মালামাল সঞ্চয় করে রাখাকে মজুদ পণ্য বলে। সাধারণত কাঁচামাল, প্রক্রিয়াধীন দ্রব্য, খুচরা যন্ত্রাংশ, যন্ত্রপাতি ও সাজ সরঞ্জাম ইত্যাদি মালামাল ব্যবহার করে প্রতিষ্ঠান দ্রব্য উৎপাদন করে। তাই উৎপাদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে দ্রব্য উৎপাদন করে ভবিষ্যতে বিক্রয়ের জন্য মালামাল সংরক্ষণ করতে হয়। সুতরাং ভবিষ্যৎ উৎপাদন কার্য সম্পাদন বা বিক্রয়ের জন্য মালপত্র প্রতিষ্ঠানে সংরক্ষণ করে রাখাকে মজুদ পণ্য বলে।