হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান (Accounting Assumptions)

হিসাববিজ্ঞানের ধারণা/অনুমান (Accounting Assumptions)

FASB-এর মতে হিসাবসংক্রান্ত কিছু ধারণাকে অনুমান বলা হয়। কোন কাজ নিয়মবদ্ধভাবে করতে হলে পূর্বেই কতগুলো কল্পনা বা ধারণা করে নিতে হয় এবং ঐ কল্পনা বা ধারণার উপর ভিত্তি করেই কাজটি সম্পন্ন করা হয়। এরূপ কল্পনা বা ধারণাকে অনুমান বলা হয়। হিসাব নিকাশের কাজকে নিয়মবদ্ধভাবে করে হিসাবকাল শেষে সঠিক চূড়ান্ত হিসাব প্রস্তুত করতে যে বিশেষ কল্পনাগুলো করা হয় এবং যে বিষয়গুলো উল্লেখ না করা হলেও আর্থিক বিবরণীগুলোতে উপস্থিতি নির্দেশ করে তাদেরকে হিসাববিজ্ঞানের অনুমান বা ধারণা বলা হয়।

হিসাববিজ্ঞানের মৌলিক অনুমান বা ধারণা চারটি। যথা:
১. অর্থনৈতিক বা ব্যবসায়িক সত্তা অনুমান,
২. চলমান প্রতিষ্ঠান অনুমান বা ধারণা,
৩. অর্থের এককে পরিমাপ অনুমান বা ধারণা,
৪. হিসাবকাল অনুমান বা ধারণা।

Related posts