“চিরস্থায়ী মজুদ পদ্ধতি কালান্তিক মজুদ পদ্ধতি অপেক্ষা ভালো। “আপনি কি একমত? ব্যাখ্যা করুন। (Perpetual Inventory is better than periodic inventory. Do you agree? Explain.)
অথবা, পারপেচুয়াল মজুদ পেরিওডিক মজুদ এর চেয়ে ভাল। আপনি কি একমত? ব্যাখ্যা করুন। (Perpetual inventory is better than periodic inventory. Do you agree? Explain.)
হ্যাঁ আমি এই যুক্তির সাথে একমত। কারণগুলো নিচে প্রদত্ত হলো:
১. আর্থিক বিবরণ প্রণয়ন মজুদ মালের অংকের জন্য বিলম্বিত হয় না কারন সর্বদাই মজুদপণ্যের পরিমাণ ও মূল্য জানা যায়।
২. এ পদ্ধতিতে হিসাব রাখলে পণ্যের চুরি বা অপচয় যথাসময়ে ধরা পড়ে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।
৩. গুদামজাত পণ্যের উপর উপযুক্ত নিয়ন্ত্রণ রাখা সম্ভবপর।
৪. নির্দিষ্ট মাত্রার মাল মজুত রাখা হয় বলে মাল বাবদ অতিরিক্ত মূলধন বিনিয়োগ করতে হয় না।
৫. অতি সহজে বিক্রয়কৃত পণ্যের ক্রয় বা উৎপাদন ব্যয় জানা যায়।
৬. মজুতমালের গণনার জন্য ব্যবসায়ের স্বাভাবিক কর্মকান্ড বন্ধ রাখবার প্রয়োজন হয় না।
৭. পণ্য নষ্ট হওয়ার আশংকা কম থাকে।
৮. যে কোনো সময় মজুদ পণ্যের পরিমাণ সম্পর্কে অবগত হওয়া যায়
৯. এই পদ্ধতি ভাণ্ডারের উপর একটি পূর্ণাঙ্গ ও নির্ভরযোগ্য পরীক্ষা পদ্ধতিঃ ।
১০. অভিজ্ঞ ব্যক্তিকে এই কাজে নিয়োগ করা সহজতর হয়।