Islamik stutas | ইসলামিক স্ট্যাটাস – ফেসবুক, ইসলামিক ছোট স্ট্যাটাস, ইসলামিক স্ট্যাটাস ফেসবুক
প্রত্যেক বিশ্বাস ঘাতকের জন্য
কেয়ামতের দিন একটা করে
পতাকা থাকবে, যার দ্বারা
বিশ্বাসঘাতক চেনা যাবে।
আল কোরআন।
রাসূলুল্লাহ সাঃ বলেছেন– যার অন্তরে সরিষা দানা পরিমান অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না, আর যার অন্তরে সরিষা দানা পরিমান ঈমান থাকবে সে জাহান্নামে প্রবেশ করবে না।
সুনানে আবু দাউদঃ ৪০৯১
“আর পড়ুনঃ” ঈদ মোবারক স্ট্যাটাস ইসলামিক (islamic Eid Mubarak)
সুখী সেই তো যে পাঁচ ওয়াক্ত।
নামাজে পরো আর।
কোরআন তেলোয়াত করে।
“আর পড়ুনঃ” ইসলামিক স্ট্যাটাস ২০২২ (Islamic Status 2022)
তুমি তোমার মা‘কে খুশি রাখো।
আল্লাহ তোমাকে খুশি রাখবেন।
–হযরত মুহাম্মদ (সঃ
যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে।
তার মত বড় বিচারক আর কেউ নেই।
—-হযরত আলী (রাঃ)
“আর পড়ুনঃ” জুম্মা মোবারক স্ট্যাটাস পিক, ছবি, পিকচার | Jumma Mubarak
আপনার বুকে যদি হাজারো কষ্ট থাকে তাহলেও বলুন আলহামদুলিল্লাহ।
কেননা আপনার এই অভ্যাস আল্লাহ’র প্রতি প্রবল বিশ্বাস ও ভালোবাসার নমুনা।
মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয়, সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকী দান করেন এবং একটি করে গোনাহ মোচন করেন। -হযরত মোহাম্মদ (সাঃ)
রাসূলুল্লাহ (সা) বলেন,
“পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ
সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টিতে
আল্লাহ অসন্তুষ্ট।”
[তিরমিযী, মিশকাত হা/ ৪৭১০]
আল-কুরআনের হরফ গুলো।
কালো
কিন্তু ভেতরে লুকিয়ে আছে
হেদায়েতের আলো।
তোমরা কখনো এতিমকে গলা ধাক্কা দিয়োনা
কারন আমি নিজেই এতিম ছিলাম।
–হযরত মোহাম্মদ (সাঃ)
“হে আল্লাহ’ ওই সব বিষয়ের সাথে আমার অন্তরকে জুড়িয়ে দেবেন না।
যেগুলো আমার জন্য লেখা হয়নি
যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে,
তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস!
islamik stutas
যখন বান্দার জ্বর হয়,
তখন গুনাহ গুলো ঝড়ে পড়তে থাকে।
– হযরত মুহাম্মদ(সাঃ)
আপনি কখনোই একাকিত্ব বোধ করবেন না বা মন খারাপ করবেন না। কেননা আপনার রব আপনাকে ছেড়ে যায়নি। আপনার রব নিশ্চয়ই আপনার খুব নিকটে আছে।
ইসলাম জিতবেই, তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া।
কিন্তু তুমি জিততে পারবে না, ইসলামকে ছাড়া।
তুমি ভরসা করো একমাত্র মহান আল্লাহর উপর কারণ কর্ম সম্পাদনে মহান আল্লাহ তায়ালা`ই যথেষ্ট।
তিনটি প্রেমে কোন কষ্ট নাই।
আল্লাহর সাথে।
রাসুল (সঃ) এর সাথে।
মা-বাবার সাথে।
“আর পড়ুনঃ” স্বামী স্ত্রীর ইসলামিক স্ট্যাটাস এসএমএস মেসেজ
আমাদের উচিত সকল খারাপ কাজ থেকে বিরত থাকা।
পাশাপাশি আমাদের কবরের প্রথম রাতটা এবং আমাদের কবরের জীবন কেমন হবে এটা নিয়ে ভাবা।
আমাদের ইসলাম একমাত্র ধর্ম।
যেখানে হাসলে সওয়াব,
কাঁদলে গুনাহ্ মাফ।
–সুবহানআল্লাহ
যে ঘরে কন্যাসন্তান জন্ম নেই, সে ঘর বরকতময়।
(হযরত মোহাম্মাদ সাঃ)
আমাদের সমাজে অসৎ লোক কাউকে সৎ ভাবতে পারেনা, কারণ অসৎ লোকেরা সকলকেই সে নিজের মত ভাবে এটাই বাস্তবতা।
আমাদের সমাজে কাউকে বারবার ডাকলে সে রাগ হয়।
কিন্তু আল্লাহ কে বারবার ডাকলে তিনি খুশি হন।
আমাদের সবারই যৌবনের চেহারাটা মানুষ বেশি পছন্দ করে।
অপরপক্ষে মহান আল্লাহ তায়ালা যৌবন কালের ইবাদত পছন্দ করেন।
মৃত্যু থেকে বাঁচা অসম্ভব
কিন্তু, জাহান্নাম থেকে বাঁচা সম্ভব।
আপনি এবার ভেবে দেখেন কোনটা থেকে বাঁচার চেষ্টা করা উচিত। আর আপনি করছেন কি!