এস.এস.সি পরীক্ষা ২০২০ MCQ উত্তরমালা – ভূগোল ও পরিবেশ

ভূগোল ও পরিবেশ mcq

ভূগোল ও পরিবেশ mcq

উত্তরমালা আজকের পরিক্ষা ভূগোল ও পরিবেশ খুব ভালো হবে। তারপরও MCQ টিক কয়টা সঠিক হয়েছে R কয়টা ভুল হয়েছে। Geography and Environment নৈর্ব্যক্তিক MCQ ans উত্তরপত্র অংশের সমাধান Solve উত্তর মালা ২০২০ সেট ক খ গ ঘ সকল বোর্ড ঢাকা,কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর,ময়মনসিংহ, মাদ্রাসা,Dhaka, Rajshahi, Comilla, Jessore, Chittagong, Barisal, Sylhet, Dinajpur, Madrasah, তোমাদের এই সংশয় দূর করতে জানার উপায় টিমের উদ্যোগে পরীক্ষার শেষে সকল বহুনির্বাচনি অভীক্ষার উত্তরমালা পাওয়া যাবে JanarUpay.com এ।

এস.এস.সি. পরীক্ষা-২০২০
ভূগোল ও পরিবেশ
বহুনির্বাচনি অভীক্ষা
তারিখ ১৮/০২/২০২০

 

সকল বোর্ড সেট ঘ রাজশাহী

১.বাংলাদেশের সাথে মায়ানমারের সীমানা কত কিলোমিটার
উত্তরঃ (খ)৭১৬

২.তাজিনডং এর উচ্চতা কত মিটার
উত্তরঃ (খ)১২৩১

৩.নীলগিরি পর্যটন স্পটটি কোন জেলায়
উত্তরঃ (গ)বান্দরবান

৪.রাজুর প্রথম পত্র ব্যবহারের কারণ ছিল
উত্তরঃ (খ) সময়ের স্বল্পতা

৫. দ্বিতীয় বাহনটির জন্য প্রয়োজন
উত্তরঃ (ক) সমতল ভূমি

৬.স্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী
উত্তরঃ (খ) ii, iii

৭.বাংলাদেশের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প হয়েছিল কত সালে
উত্তরঃ (গ) ১৯৯৩

৮.চাঁদ ও সূর্য 90 ডিগ্রী কোণের অবস্থান করলে পৃথিবীপৃষ্ঠে জোয়ার-ভাটা কিরূপ পরিবর্তন করবে
উত্তরঃ (ক) সূ্র্যের টান বেশি হবে

৯.মারিয়ানা খাতের গভীরতা কত মিটার
উত্তরঃ (খ) ১০৮৭০

১০.জনসংখ্যার সমস্যা বর্তমানে কিরূপ সমস্যা
উত্তরঃ (ঘ) বিশ্বব্যাপি

১১.গ্রাম থেকে মানুষের শহরে আসা কোন ধরনের অভিবাসন
উত্তরঃ (ক)অবাধ

১২.ভারতের মুম্বাই নগর গড়ে উঠেছিল কিসের জন্য
উত্তরঃ (খ) চলচিত্র

১৩.একসঙ্গে অনেক মানুষ একত্রে বসবাস করার কারণ হলো
উত্তরঃ (খ) ii, iii

১৪. x. ব্যক্তির শিল্পটি জন্য প্রয়োজন
উত্তরঃ (ক) বিশাল মূলধন

১৫.x ব্যক্তি ও তার বাবার পেশা কোন পর্যায়ের অর্থনৈতিক কর্মকান্ড
উত্তরঃ (খ) ii, iii

১৬.ভূপৃষ্ঠের নিচে প্রতি কিলোমিটারে তাপ বারে কত সেলসিয়াস
উত্তরঃ (গ)৩০০

১৭.গ্রান ক্যানিয়ন এর গভীরতা কত মিটার
উত্তরঃ (খ) ২.৪

১৮.তাপ মন্ডলের উপরের স্তরে বৈশিষ্ট্য হলো
উত্তরঃ (খ) ii, iii

১৯.বায়ুতে আরগনের পরিমাণ শতকরা কত ভাগ
উত্তরঃ (গ) ০.৪১

২০.অক্ষাংশ অনুযায়ী গর্জনশীল চল্লিশেট অবস্থান হলো
উত্তরঃ (ক) ৪০০ থেকে ৪৭০ দক্ষিণে

২১.x ব্যক্তির দেখা বৃক্ষ কোনটি
উত্তরঃ (ক)গোলপাতা

২২.C ও B জেলায় উভয় বনভূমি গড়ে ওঠার প্রধান কারণ হলো
উত্তরঃ (ক)মৃত্তিকার বুনট

২৩.ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান সংজ্ঞাটি কার
উত্তরঃ (গ)আলেকজানডার ফন হামবোল্ট

২৪.সূর্যে ভর প্রায় কত কিলোগ্রাম
উত্তরঃ (খ) ১.৯৯*১০১৩

২৫.একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয়
উত্তরঃ (ঘ) অর্থনৈতিক

২৬.জীব বসবাসের উপযোগী গ্রহের বৈশিষ্ট্য হলো
উত্তরঃ (ক)i, ii

২৭.মানচিত্রে 5 সেন্টিমিটার এর জন্মভূমিতে হবে কত কিলোমিটার
উত্তরঃ (ক)১০০০
২৮.এই মানচিত্রের স্কেল ব্যবহারের কারণ হলো
উত্তরঃ (গ) ii, iii

২৯.0 ডিগ্রী রেখা টি কোন রেখা
উত্তরঃ (ঘ) মূল মধ্যরেখা

৩০.B স্থানে সকাল ৮ টা হলে Aস্থানে সময় কত হবে
উত্তরঃ (খ) দুপুর ২টা ৪০ মিনিট

“এস এস সি সকল mcq উত্তরমালা 2020”

এখানে ক্লিক করুন

এস সি ২০২০ রসায়ন mcq উত্তরপত্র,পৌরনীতি ও নাগরিকতা mcq 2020,ssc পৌরনীতি ও নাগরিকতা mcq 2020,এস এস সি ২০২০ পৌরনীতি ও নাগরিকতা mcq উত্তরমালা,পৌরনীতি ও নাগরিকতা mcq ans 2020,এস.এস.সি রসায়ন নৈর্ব্যক্তিক,রসায়ন mcq 2020,ssc রসায়ন mcq 2020,এস এস সি ২০২০ রসায়ন mcq উত্তরমালা,রসায়ন mcq ans 2020,এস.এস.সি রসায়ন নৈর্ব্যক্তিক,ssc রসায়ন mcq 2020,এস এস সি ২০২০ রসায়ন mcq উত্তরমালা,ভুগোল ও পরিবেশ mcq, পৌরনীতি ও নাগরিকতা mcq 2020,ssc পৌরনীতি ও নাগরিকতা mcq 2020,এস এস সি ২০২০ পৌরনীতি ও নাগরিকতা mcq উত্তরমালা,পৌরনীতি ও নাগরিকতা mcq ans 2020,এস.এস.সি ব্যবসা উদ্যোগ নৈর্ব্যক্তিক,ব্যবসায় উদ্যোগ mcq 2020,ssc ব্যবসায় উদ্যোগ mcq 2020,এস এস সি ২০২০ ব্যবসায় উদ্যোগ mcq উত্তরমালা,ব্যবসায় উদ্যোগ mcq ans 2020

About Post Author

Related posts