অভিগমনের ফলে সংস্কৃতির কিছু টা পরিবর্তন লক্ষণীয় -ব্যাখ্যা করো?
উত্তরঃ এক স্থান থেকে অন্য স্থানে অভিগমনের ফলে সংস্কৃতির কিছু টা পরিবর্তন ঘটে। যেমন -ভাষা, খাদ্যাভ্যাস,পোশাক, রীতিনীতি পরিবর্তন।
অভিগমনের ফলে সামাজিক আচার-আচরণ আদান প্রদান হয়।সামাজিক অনেক রীতিনীতি এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়।অধিকভাবে অন্য দেশের সংস্কৃতি রপ্ত করার কারণে নিজ দেশের সামাজিক বৈশিষ্ট্য ক্ষুন্ন হয়। রাষ্ট্র অভ্যন্তরীণ অভিগমনেও এক অঞ্চলের সাংস্কৃতিক বৈশিষ্ট্য দ্বারা অন্য অঞ্চল প্রভাবিত হয়।