মানুষ কেন অভিগমন করে?
উত্তরঃ অভিগমন বলতে কোনো ব্যক্তির স্থায়ী গমনকে বোষায় যেখানে ব্যক্তি একটি সমাজ ব্যবস্থা থেকে অন্য সমান ব্যবস্থায় গমন করে। মানুষ বিভিন্ন কারনে অভিগমন করে। তন্নধ্যে অর্থনৈতিক (চাকুরী) সামাজিক (বিবাহ),রাজনৈতিক (দাঙ্গা,যুদ্ধ) কারনে পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার,জনসংখ্যার চাপ,জলবায়ু পরিবর্তন প্রভৃতি উল্লেখযোগ্য। মূলত জীবনযাতার মানোন্নয়নই অভিগমনের মূল কারণ।