৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নিয়ে কথা (valentine day)

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নিয়ে কথা

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নিয়ে কথা, ১৪ ফেব্রুয়ারি নিয়ে কিছু কথা, মঙ্গলবার ২০২৩ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস।

প্যারা নাই Chill করছি
৭ থেকে ১৪ ফেব্রুয়ারি।
দিবস গুলো আমার জন্যে না
কারণ আমি Single ভদ্র পোলা

নিজেও নিজেকে প্রমিজ করুন যে- ভালোবাসার মানুষদের সময় দেবেন, তাদের গুরুত্ব দেবেন।
প্রমিজ করুন কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবেন না।
আত্মবিশ্বাস নিজেকে ভালোবাসতে শেখায়।
এতে অন্যদের প্রতিও বিশ্বাস, ভালোবাসা বাড়বে।

“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি পিকচার, ফটো, ছবি, পিক ডাউনলোড।

ভ্যালেন্টাইন্স সপ্তাহের ১ম দিনটাই শুরু হয় ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করার দিন।
রোজ ডেতে শুধুমাত্র প্রেমিক প্রমিকারাই তাদের সঙ্গীকে ফুল দেন না,
যে কোনও কেউ তার প্রিয় মানুষটাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে পারে।
তবে, গোলাপের রঙ অবশ্যই সঠিক বেছে নেওয়া দরকার।
গোলাপ ফুলের প্রতিটা রঙের অর্থ কিন্তু আলাদা

“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি ফেসবুক স্ট্যাটাস (14 February FB status)

ফেব্রুয়ারির ৭ তারিখ থেকে শুরু হয়েছে ভালোবাসার সপ্তাহ।
যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের মাধ্যমে।
প্রতিটি দিনই যুগলদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ভালোবাসার সপ্তাহ শুরু হয় গোলাপ দিয়ে।
এই দিনটার অনেকে অপেক্ষা করছে।

“আর পড়ুনঃ” ১৪ ফেব্রুয়ারি নিয়ে ফানি স্ট্যাটাস (14 february funny status)

৮ ফেব্রুয়ারি- প্রোপোজ ডে- ভ্যালেন্টাইন্স সপ্তাহের দ্বিতীয় দিন প্রস্তাব দেওয়ার।
প্রোপোজ ডে-তে ভালোবাসার মানুষকে মনের কথা জানান।

অর্থাৎ
৭ ফেব্রুয়ারি রোজ ডে,
৮ ফেব্রুয়ারি প্রোপোজ ডে,
৯ ফেব্রুয়ারি চকলেট ডে,
১০ ফেব্রুয়ারি টেডি ডে,
১১ ফেব্রুয়ারি প্রমিজ ডে,
১২ ফেব্রুয়ারি হাগ ডে,
১৩ ফেব্রুয়ারি কিস ডে
এবং সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস।

৯ ফেব্রুয়ারি- টকোলেট ডে- শুধুমাত্র সঙ্গীরাই একে অপরকে নয়,
চকোলেট ডে-তে যে কেউ তাঁর প্রিয় মানুষকে চকোলেট উপহার দিতে পারেন।
তবে ভ্যালেন্টাইন্স সপ্তাহে চকোলেট ডে-তে যাঁকে মনের কথা জানাতে চলেছেন,
তাঁর জন্য ছোট্ট এই উপারটা দিতেই পারেন।

১০ ফেব্রুয়ারি- টেডি ডে- এই বিশেষ দিনে পছন্দের মানুষকে টেডি বিয়ার উপহার দিতে পারেন।
ছোট বড় নানা মাপের টেডি বিয়ার পাওয়া যায় বাজারে।
পছন্দ মতো কিনে নিন আর উপহার দিন।

৭ থেকে ১৪ ফেব্রুয়ারি নিয়ে কথা মঙ্গলবার ২০২৩ (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবস

১১ ফেব্রুয়ারি- প্রমিস ডে- যেকোনও সম্পর্কে সঙ্গীদের একে অপরের কাছে কিছু জিনিসের অঙ্গীকারবদ্ধ থাকা খুবই জরুরি।
এই বিশেষ দিনে আপনিও আপনার সঙ্গীর কাছে কিছু প্রমিস করতে পারেন। তাতে সম্পর্ক আরও মজবুত হবে।

১২ ফেব্রুয়ারি- হাগ ডে- যদি আপনি কাউকে ভালোবাসেন,
তাহলে কীভাবে সেই ভালোবাসা প্রকাশ করবেন,
সেটা একেবারেই নির্ভর করছে আপনার উপর।
ভালোবাসা প্রকাশের ধরন মানুষ হিসেবে হয়।
এই বিশেষ দিনে ভালোবাসার মানুষটাকে জড়িয়ে ধরে মনের ভাব প্রকাশ করতে পারেন।

১৩ ফেব্রুয়ারি- কিস ডে- জড়িয়ে ধরার মতোই ভালোবাসা প্রকাশের আরেক ধরন চুম্বনও বটে।

১৪ ফেব্রুয়ারি- অবশেষে সেই বিশেষ দিন ভ্যালেন্টাইন্স ডে।

প্রমিজ ডে-তে এক দমে প্রিয়জনকে দিয়ে দিন এক গোছা প্রতিশ্রুতি- তোমাকে অনেক অনেক ভালোবাসব।
বিপদের মুখে তোমাকে ফেলে চলে যাব না।
সুখে-দুঃখে সব সময়ে তোমার পাশে থাকব।
যে কোনো মূল্যে তোমাকে রাখব সুখে, আনন্দে।
তোমার প্রতি সৎ এবং বিশ্বস্ত থাকব।
সম্পর্কের মাঝে কোনো মিথ্যে, ছলচাতুরিকে রাখব না।
তোমাকে কখনো কষ্ট দেব না।
দেব না কোনো মানসিক আঘাত। ইত্যাদি, ইত্যাদি।

আসছে এক বেহায়াপনা দিবস  ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস জঘন্য এই দিনটিতে হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে নগণ্য অশ্লীলতা ছড়াছড়ির দিন সকলের এই দিন থেকে বিরত থাকার জন্য অনুরোধ করি, বিরত থাকার চেষ্টা করুন

14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চলে গেল কিছুই করতে পারলাম না, হায়রে কপাল। Valentines Day ভালোবাসাদিবস

সাবধান বালিকারা ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে অতিরিক্ত ভালোবাসা খেয়ে বদহজম হয়ে বমি বমি ভাব যেন না হয়!

কেউ যদি আপনাকে 14 ই ফেব্রুয়ারি তে একটি ফুল দিয়ে I love you বলে, তাহলে আপনি তখন কি করবেন?

14 ফেব্রুয়ারি রোমান্টিক স্ট্যাটাস
তোমারও জামাই নাই আমারও বউ
নাই চলো দুজন সংসার কইরা খাই

১৪ ই ফেব্রুয়ারি কি দিবস?
i) পরিবেশ দিবস
ii) যানবাহন দিবস
iii) সুন্দরবন দিবস
iv) বিশ্ব ভালোবাসা দিবস
Comment Answer
ক.i খ.i ও iv
গ.iv ঘ.iii ও iv

About Post Author

Related posts