অভিগমনের আকর্ষণমূলক কারণ বলতে কী বোঝায়?

অভিগমনের আকর্ষণমূলক কারণ বলতে কী বোঝায়?

উত্তরঃ যে সকল কারণ নতুন কেনো স্থানে বসতি স্থাপনে মানুষকে উৎসাহিত করে সুগুলোকে অভিগমনের আকর্ষণমূলক কারন বলে।
ভূপ্রকৃতি, জলবায়ু ও অন্যান্য প্রাকৃতিক বৈশিষ্ট্যসমূহ, কর্মসংস্থান ও অধিকতর আর্থিক সুযোগ সুবিধা, বিশেষ নৈপুণ্যের চাহিদা ও বাজার সুবিধা, আত্নীয় স্বজন ও নিজ গোষ্ঠীভুক্ত মানুষের নৈকট্যলাভ, শিক্ষা, স্বাস্থ্য, গৃহসংস্থান,সামাজিক নিরাপত্তাগত সুযোগ, বিবাহ ও সম্পত্তি প্রাপ্তিমূলক ব্যাক্তিগত সুযোগ সুবিধা প্রভৃতি আকর্ষণমূলক অভিগমনের অন্যতম কারণ।

Table of Contents

About Post Author

Related posts