প্রেইরি অঞ্চলকে পৃথিবীর রুটি ঝুড়ি কেন বলা হয়?ব্যাখ্যা করো।
উত্তরঃ প্রইরি তৃণভুমি অঞ্চলটি বিশ্বের একক বৃহত্তর গম উৎপাদক অঞ্চল। প্রচুর গম উৎপন্ন হয় বলে এ অঞ্চলের অধিকাংশ গম রুটি প্রস্তুুতের জন্য দেশ-বিদেশের বাজারে রপ্তানি করা হয়। এ কারণে উত্তর আমেরিকার এ অঞ্চলকে ‘পৃথিবীর রুটির ঝুড়ি ‘বলা হয়।