জনসংখ্যা নীতি (Population policy) বলতে কি বোঝায়?
উত্তরঃ জনসংখ্যা সমস্যা সমাধানের জন্য প্রস্তাবিত নীতি ও কার্যক্রমের টেকসই (Sustainable) প্রয়োগিক কৌশলই জনসংখ্যা নীতি।
জনসংখ্যা নীতি হলো এমন কতগুলো গঠনমূলক ও বাস্তবধর্মী আইনানুগ ব্যবস্থা, যা প্রশাসনিক কার্যক্রম এবং সরকারি পদক্ষেপের সমষ্টি ও সমন্বয় সাধন করে। এই নীতির মাধ্যমে দেশ ও জাতি কল্যাণ সাধনের উদ্দেশ্যে জনসংখ্যাকে নিয়ন্ত্রণে রাখা যায়।