খনিজ এলাকার পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা করো?

খনিজ এলাকার পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ -ব্যাখ্যা করো?

উত্তরঃ খনিজ এলাকার পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ। ভূগর্ভে সঞ্চিত খনিজ মানবজাতির বৃহৎ কল্যাণ ও সার্বিক অগ্রগতির চাবিকাঠি। মাএাতিরিক্ত ও অপরিকল্পিতভাবে খনিজ উত্তোলনের ফলে মৃত্তিকা ক্ষয়,ভূমিধস,বায়ু দূষণ ইত্যাদি ঘটে থাকে। এ কারণে সুধু আর্থিক লাভের বিষয়টি মাথায় রেখে খনিজ উত্তোলন করলে চলবে না। খনিজ সম্পদের পরিমিত ব্যবহার পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ অবদান রাখে। নির্বিচারে খনিজ উত্তোলন আমাদের জন্য আশীর্বাদ না হয়ে অভিশাপ হিসাবে দেখা দিতে পারে।

Table of Contents

About Post Author

Related posts