প্রাকৃতিক গ্যাস কীভাবে সৃষ্টি হয়?
উত্তরঃ বিশ্বের অন্যতম প্রধান শক্তি উৎপাদনকারী খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস।
বিভিন্ন জৈবিক উপাদান ;যেমন- উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ প্রভৃতি থেকে প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়। ভূঅভ্যন্তরে শিলাস্তরের নিচে চাপা পড়ে এসব জৈব পদার্থ কোটি কোটি বছর, দু থেকে তিনটি ভূতাত্ত্বিক যুগের (geological period) ব্যবধানে তাপ ও চাপের প্রভাবের প্রাকৃতিক গ্যাসে পরিণত হয়।