অপরিকল্পিত ভাবে খনিজ সম্পদ উত্তোলনের কুফল ব্যাখা করো।

অপরিকল্পিত ভাবে খনিজ সম্পদ উত্তোলনের কুফল ব্যাখা করো।

উত্তরঃ অপরিকল্পিত ভাবে খনিজ সম্পদ উত্তোলনের ফলে মারাত্মক পরিবেশ দূষণ হয়।
অপরিকল্পিত ও মাএাতিরিক্ত খনিজ সম্পদ আহরণের কুফলগুলো হচ্ছে -মৃত্তিকা ক্ষয়,ভূমিধস, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস পাওয়াসহ অন্যান্য প্রাকৃতিক দুযোগ (ভূ-আলোড়ন)সংঘটিত হতে পারে। এছাড়া উন্মুক্ত পদ্ধতিতে কয়লা,গ্যাস প্রভৃতি উত্তোলনের ফলে বায়ু মারাত্মক দূষিত হয়।

Table of Contents

About Post Author

Related posts