ছাতক সিমেন্ট শিল্পের কাঁচামালের উৎস কী?ব্যাখ্যা করো।

ছাতক সিমেন্ট শিল্পের কাঁচামালের উৎস কী?ব্যাখ্যা করো।

উত্তরঃ সিলেট অবস্তিত ছাতক সিমেন্ট শিল্পের কাঁচামাল হলো প্রাকৃতিক গ্যাস।
১৯৩৭ সালে প্রতিষ্টিত ছাতক সিমেন্ট শিল্পের শুরুতে কাঁচামাল ছিল চুনাপাথর, যা ভারত হতে আমদানি করা হতো। পরবর্তীতে সুনামগঞ্জ জেলার টাকেরহাট ও বাগলিবাজার থেকে চুনাপাথর সংগ্রহ করা হয়।৷ দূরত্ব অধিক হওয়ায় এটি কষ্টসাধ্য ও ব্যবহুল বিধায় বতমান এ কারখানায় কাঁচামাল হিসেবে প্রকৃতিক গ্যাস ব্যবহার করা হচ্ছে।

Related posts