বর্তমান যুগকে যন্ত্রযুগ বলা হয় কেন?

বর্তমান যুগকে যন্ত্রযুগ বলা হয় কেন?

উত্তরঃ বর্তমান যুগ শিল্প সভ্যতায় বিকশিত যান্ত্রিক যুগ।
প্রাচীন কালে মানুষ পেশি ও পশুশক্তির সাহায্য চাষাবাদ করতো। সে সময় মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ সীমিত ছিল। অষ্টাদশ শতাব্দীর মধ্য ভাগ হতে কয়লা, খনিজ তেল আবিষ্কারের পর যন্ত্রশিল্পের ব্যাপক প্রচলন হোয়।শুরু হয় শিল্প সভ্যতার, যা এখন ও অব্যাহত রয়েছে। এজন্যে বর্তমান যুগকে যন্ত্রযুগ বলা হয়।

Table of Contents

About Post Author

Related posts