শিল্প স্থানীয়করণের নিয়ামকসমূহ উল্লেখ করো।
উত্তরঃ প্রাকৃতিক ও অর্থনৈতিক নিয়ামকের ওপর ভিত্তি করে শিল্পের স্থানীয়করণ ( Localization) ঘটে।প্রাকৃতিক নিয়ামকগুলো হলো- জলবায়ু,শক্তি সম্পদ ও কাঁচামালের প্রাপ্যতা,ভামি,পানি,সরবরাহ এবং প্রাকৃতিক অবস্থান।
অর্থনৈতিক নিয়ামকগুলো হলো-মূলধন,শ্রমিক সরবরাহ,বাজারের নৈকট্য, সুষ্ঠু যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা,আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি নীতি।