নৌবন্দর গড়ে উঠার অনুকূল পরিবেশ ব্যাখ্যা করো?
উত্তরঃ বাংলাদেশের বন্দরগুলো গড়ে ওঠার মূল কারণ প্রাকৃতিক বা ভৌগোলিক পরিবেশ।
নদীর তীরবর্তী বাণিজ্য কেন্দ্রগুলো নৌবন্দর নামে পরিচিত। নদীখাত বালুচর ও কাদামুক্ত হলে নঞ্চ,স্টীমার সহজেই পণ্যসামগ্রী নিয়ে আসা-যাওয়া করতে পারে। বালুচর ও কাদাযুক্ত নদীপথে পরিবহন করা কষ্টকর। সমুদ্র উপকূলের নৌবন্দর গুলো গড়ে ওঠার প্রধান কারণ হলো বালুচরমুক্ত প্রশস্ত ও গভীর নদীগর্ভ এবং পরিবহন সুবিধার দরুন বাণিজ্যিক পণ্য আনয়নের সহজলভ্যতা। বাংলাদেশের নদীগুলো ক্রমশ দক্ষিণমুখী হওয়ায় নদী তীরবর্তী স্থানে নৌবন্দর গড়ে উঠেছে।