পোতাশ্রয় (Barbor) বলতে কী বোঝ?
উত্তরঃ যে স্থান জাহাজগুলো নিরাপদে আশ্রয় নিতে পারে সে স্থানকে পোতাশ্রয় বলে।
পোতাশ্রয় অভ্যন্তর সমুদ্রস্রোত,ঝড়ঝাপটা প্রভৃতির প্রভাব হতে মুক্ত থাকে সমুদ্র উপকূল ভগ্ন থাকলে সহজে পোতাশ্রয় গড়ে ওঠে। এখানে জাহাজ মেরামতের ব্যবস্থার থাকে।