দুর্যোগ প্রশমন বলতে কী বোঝ?
উত্তরঃ দুর্যোগ প্রশমন দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান।
দুর্যোগের দীর্ঘস্থায়ী প্রভাব হ্রাস এবং পূর্বপ্রস্তুুতিকেই দুর্যোগ প্রশমন বলে।মজবুত পাকা ভবন নিমান, শস্য বহুমুখীকরণ, ভূমি ব্যবহারে বিপর্যয় হ্রাসের কৌশল নিধারণ, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নিমাণ, কম ঝুঁকিপূণ এলাকায় লোক স্থানান্তর, প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন ইত্যাদি কায়ক্রম দুযোগ প্রশমনের আওতাভুক্ত।