দুর্যোগ ব্যবস্থাপনা বলতে কী বোঝ?
উত্তরঃ দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এরুপ একটি ব্যবহারিক বিজ্ঞানী যার আওতায় পড়ে যথাযথ পর্যবেক্ষন ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, প্রস্তুতি এবং সাড়াদান ও পুনরুদ্ধার ইত্যাদি কাযক্রম। সাবিক দুযোগ বয়বস্থপনা বলতে দুযোগপূব,দুযোগকালীন এবং দুযোগ পরবর্তী সময়ের কায়ক্রমকে বুঝায়।